রাফি চৌধুরী (সীতাকুণ্ড, চট্টগ্রাম প্রতিনিধি)
আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা ইউনিটি ফর ইউনিভার্স হিউম্যান রাইটস অফ বাংলাদেশ ফাউন্ডেশন সীতাকুণ্ড উপজেলা কমিটির পক্ষ থেকে ৭ এপ্রিল (শুক্রবার) ইফতার ও আলোচনা সভার আয়োজন সম্পন্ন হয়েছে , সীতাকুণ্ড নামার বাজার উক্ত সংগঠনের অফিসে এই আয়োজন করা হয় ।
উক্ত অনুষ্ঠানে সংগঠনের নেতাকর্মী ও এলাকার ধনী , গরিব , মধ্যবিত্ত , হতদরিদ্র সকলে অংশগ্রহণ করেন।
আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা ইউনিটি ফর ইউনিভার্স হিউম্যান রাইট্স অফ বাংলাদেশ ফাউন্ডেশন প্রতিবছর পবিত্র রমজান মাসে হতদরিদ্রের উদ্দেশ্যে সারা বাংলাদেশে কেন্দ্রীয় ভাবে ও দেশের সকল বিভাগ , জেলা , উপজেলা ও থানা কমিটির মাধ্যমে এই ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠান করে থাকেন ।
তারই ধারাবাহিকতায় এই ইফতার ও আলোচনা সভার উদ্বোধন করেন উক্ত সংগঠনের সীতাকুণ্ড উপজেলা কমিটির উপদেষ্টা জনাবা ইসমত আরা সুলতানা ( সুরাইয়া বাকের ) ও চেয়ারম্যান জনাবা কামরুন্নাহার নিলুর সভাপতিত্বে ও মহিলা বিষয়ক সম্পাদিকা জনাবা মোহছনা মিনার সঞ্চালনায় এবং কো - চেয়ারম্যান মোঃ ওমর ফারুক সহ উক্ত কমিটির সকল দায়িত্বশীল ও নেতাকর্মীদের সহযোগিতায় এই ইফতার ও আলোচনা সভা সফলতার সাথে অনুষ্ঠিত হয় ।
উক্ত ইফতার ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন , উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি কেন্দ্রীয় কমিটির কো - চেয়ারম্যান জনাব নিজাম উদ্দিন মীর , প্রধান বক্তা কেন্দ্রীয় কমিটির মহাসচিব জনাব লাইন এ এস এম হোসাইনুজ্জামান , বিশেষ অতিথি কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব জনাব দিদারুল আলম ( দিদার ) , কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক জনাব শাহরিয়ার সুমন , কেন্দ্রীয় কমিটির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক জনাব মাজেদুর রহমান মুন , চট্টগ্রাম জেলা কমিটির সচিব জনাব কাউসারুজ্জামান , চট্টগ্রাম মহানগর কমিটির চেয়ারম্যান জনাব আতিকুল্লাহ খান , খুলশি থানা কমিটির চেয়ারম্যান জনাব মজিবুর রহমান দুলাল গাজী , হালিশহর থানা কমিটির চেয়ারম্যান জনাব শাহাবুদ্দিন শরিফ ।
সীতাকুণ্ড উপজেলা কমিটির ভাইস চেয়ারম্যান শহিদুল ইসলাম , ফারুক উদ্দিন ভূঁইয়া , চ্যানেল ১১ টিভি প্রতিনিধি সাংবাদিক হাসিবুল হাসান রাফি, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ রফিক আহম্মদ , যুগ্ম সচিব মোঃ জামাল উদ্দিন , অভিজিৎ সোম , আবু তালেব , সাংগঠনিক সম্পাদক ইলিয়াস শাহ , সহ সাংগঠনিক সম্পাদক দিদারুল আলম , সহপ্রাচার সম্পাদক মঞ্জুয়ারা বেগম, সহ - মহিলা ও শিশু বিষয়ক সম্পাদক মোঃ বাদশাহ মিয়া , সমাজ কল্যান সম্পাদক রাশেদা আক্তার জেরিন , সহ সমাজ কল্যান সম্পাদক মোঃ সেকান্দর মিয়া , আমজাদ হোসেন , তথ্য ও গবেশনা সম্পাদক সুকুমার দাশ , স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিষয়ক সম্পাদক আইয়ুব আলি , শিক্ষা ও গন শিক্ষা বিষয়ক সম্পাদক জুনায়েদ হোসেন , সহ সাংস্কৃতিক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ , মুক্তিযোদ্ধা ও ইতিহাস বিষয়ক সম্পাদক আলাউদ্দিন , উপদেষ্টা নোয়া মিয়া , আনিসুল হক , আশুতোষ দাস , বীর মুক্তিযোদ্ধা নুরুল হুদা , বীর মুক্তিযোদ্ধা নুরুল গনি,সদস্য মোঃ ইউসুফ , সুলতান আহম্মেদ , নাহার বেগম সহ আরো অনেকে।
পরিশেষে কেন্দ্রীয় কো - চেয়ারম্যান এর মোনাজাতের মাধ্যমে ইফতার ও আলোচনা সভার সমাপ্তি হয় ।