রাফি চৌধুরী (সীতাকুণ্ড, চট্টগ্রাম প্রতিনিধি)
সীতাকুণ্ড উপজেলার সোনাইছড়ী ইউনিয়নের কেশবপুর নিবাসী আলহাজ্ব মোঃ আব্দুল মোনাফের স্ত্রী, বাংলাদেশ শিপ ব্রেকার্স এন্ড রিসাইক্লাস এসোসিয়েশনের (বিএসবিআরএ) কার্যনির্বাহী কমিটির সদস্য ও মাদার ষ্টীল লিঃ ব্যবস্থাপনা পরিচালক বিশিষ্ট শিল্পপতি মাষ্টার আবুল কাসেমের মা শহর বানু (৮২) চট্টগ্রাম নগরীর একটি বেসরকারি হাসপাতাল সোমবার ১০ এপ্রিল দিবাগত রাত দুইটা ত্রিশ মিনিটে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)
মৃত্যুকালে তিনি স্বামী, ৪ ছেলে, ৪ মেয়ে, নাতি-নাতনিসহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুনগ্রাহী রেখে যান। সোমবার ১০ এপ্রিল সকাল এগার ঘটিকায় কাসেম জুট মিলস ডাক বাংলা জামে মসজিদ মাঠে নামাজে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
শোক প্রকাশঃ-
বিশিষ্ট শিল্পপতি মাষ্টার আবুল কাসেমের মায়ের ইন্তেকালে বাংলাদেশ শিপ ব্রেকার্স এন্ড রিসাইক্লাস এসোসিয়েশনের (বিএসবিআরএ) প্রেসিডেন্ট মোঃ আবু তাহের, ভাইস প্রেসিডেন্ট যথাক্রমে আলহাজ্ব কামাল উদ্দিন আহমেদ, জহিরুল ইসলাম রিংকু, কার্যনির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব মোঃ নাজিম উদ্দীন, লিয়াকত আলী চৌধুরী, মোঃ লোকমান, নাঈম শাহ ইমরান, মোঃ করিম উদ্দিন ও মোঃ সেকান্দর হোসেন, সীতাকুণ্ড প্রেস ক্লাবের সভাপতি সৌমিত্র চক্রবর্তী, সাধারণ সম্পাদক লিটন কুমার চৌধুরী, সাবেক সভাপতি যথাক্রমে সৈয়দ মোঃ ফোরকান আবু, এম হেদায়েত , সাবেক সেক্রেটারী কাইয়ুম চৌধুরী, জাহাঙ্গীর আলম বিএসসি, সোনাইছড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনির আহমদ, হযরত পীর বার আউলিয়া (রহঃ)দরগাহ শরীফ ওয়াকফ এষ্ট্রেটের আম-মোক্তার মোতওয়াল্লী এস,এম,মাকছুদুল আলম,সীতাকুণ্ড সমিতি -চট্রগ্রাম'র সভাপতি লায়ন মির্জা আকবর আলী চৌধুরী ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন মানিক, সীতাকুন্ড হেলথ এন্ড এডুকেশনের (SHET) নির্বাহী পরিচালক লায়ন মোঃ গিয়াস উদ্দিন, সীতাকুন্ড আলপনা সংগীত একাডেমির সভাপতি শেখ মোঃ সালাউদ্দিন,সীতাকুণ্ড উপজেলা সমাজ কল্যাণ ফেডারেশনের সভাপতি লায়ন মোঃ গিয়াস উদ্দিন ও সাধারণ সম্পাদক পলাশ কুমার চৌধুরী গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন।