মোহাম্মদ আলী জিন্নাহ (মাদারগঞ্জ প্রতিনিধি)
জামালপুরের মাদারগঞ্জে সদ্য প্রয়াত ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি নুরুজ্জামান এর পরিবারকে অর্থ সহায়তা করা হয়েছে।
সোমবার উপজেলার কয়ড়া এলাকার নিজ বাড়ীতে গিয়ে নগদ (দশ হাজার) টাকা অর্থ সহায়তা করলেন উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সাবেক সদস্য মোশারফ হোসেন বাদল।
সদ্য প্রয়াত ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মরহুম নুরুজ্জামানের স্ত্রী’র হাতে এ অর্থ তুলে দেন তিনি। এ সময় আদারভিটা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোনায়েম হোসেন সুজন ও সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম, যুবলীগের সভাপতি আতিকুর রহমান আতিক প্রমূখ।
উল্লেখ্য যে, গত ৫ এপ্রিল রোজ বুধবার বিকাল ৩ টা ১০ মিনিটে নিজ বাড়ীতে ইন্তেকাল করেন ৭ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি ও অত্র ওয়ার্ডের সাবেক মেম্বার নুরুজ্জামান।মৃত্যুকালে তিনি স্ত্রী, ৪ মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
তার মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করেছেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি জীবন কৃষ্ণ সাহা ও সাধারণ সম্পাদক ওবায়দুর রহমান বেলাল, যুগ্ম সাধারণ সম্পাদক মোশারফ হোসেন বাদলসহ উপজেলা,ইউনিয়ন ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
গত বুধবার রাত ৯ টা ৪৫ মিনিটে কয়ড়া শহীদ শাজাহান বীরবিক্রম বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে জানাজা নামাজ অনু্ষ্ঠিত হয় এবং পরে বাড়ির জায়গাটুকু ছাড়া কোন আবাদী জমি এবং পারিবারিক কবরস্থান না থাকায় একটি ঘরের ভিতর কবর খুড়ে মরহুমের দাফন সম্পন্ন করা হয়েছে।