মোহাম্মদ আলী জিন্নাহ (মাদারগঞ্জ প্রতিনিধি)
জামালপুরের মাদারগঞ্জ উপজেলা অ্যাডভোকেসি কর্মশালা অনু্ষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ১০ টায় উপজেলা পরিষদ সভাকক্ষে এ কর্মশালা অনু্ষ্ঠিত হয়। কর্মশালা শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি উপজেলা পরিষদ চেয়ারম্যান ওবায়দুর রহমান বেলাল।
সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহি অফিসার ইলিশায় রিছিল। অন্যান্যের মধ্যে উপজেলা ভাইস চেয়ারম্যান হুমায়ুন কবির ও সমসাদ আরা রেবা, সমাজসেবা অফিসার তৌফিকুল ইসলাম খালেক, চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান সাজু ও বদরুল আলম সরদার, মডেল থানার এস আই ফারুক আহম্মেদ, প্রধান শিক্ষক আব্দুল হাই বুলু, প্রবাসী কল্যাণ পরিষদের সেক্রেটারি মোস্তাকিম মোহাম্মদ, পল্লী সঞ্চয় ব্যাংকের শাখা ব্যবস্থাপক মোকাব্বির রহমান, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জুলফিকার আলী বাবলু, বিদেশ ফেরত কয়েকজন বক্তব্য রাখেন।
সঞ্চালনায় জামালপুর জেলা ব্র্যাক এর কো- অর্ডিনেটর মনির হোসেন। সহযোগীতায় ব্র্যাক, বাস্তবায়নে ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রাম। বিদেশ ফেরত প্রবাসীদের সেবামুলক ও উন্নয়নে কাজ করছে ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রাম।