রাফি চৌধুরী (সীতাকুণ্ড,চট্টগ্রাম প্রতিনিধি)
সীতাকুণ্ডে সড়ক দুর্ঘটনায় মোঃ রাজন (৩৫) নামে এক সিএনজি অটোরিকশা চালক নিহত হয়েছে।
বুধবার (১২ এপ্রিল) সকাল ৬টার সময় উপজেলার ডালিপাড়া এলাকার মহাসড়কে এ ঘটনা ঘটে। নিহত রাজন সীতাকুণ্ড পৌরসভার ৬নং ওয়ার্ডের দক্ষিণ মহাদেবপুরের মোঃ শাহ আলমের পুত্র।
স্থানীয় সুত্রে জানা যায়, সিএনজি অটোরিকশা চালক রাজন সকাল হেটে মহাসড়ক পার হওয়ার সময় একটি কাভার্ডভ্যান ধাক্কা দিলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। কাভার্টভ্যানটি স্থানীয়র আটক করেছে বলে জানা যায়।
স্থানীয় যুবক আলাউদ্দিন বিষয়টি নিশ্চিত করলেও বার আউলিয়া হাইওয়ে থানার ওসি বেলাল উদ্দিন জাহাঙ্গীর দুর্ঘটনার বিষয়ে অবগত নয় বলে জানান।