বেলাল হোসেন শান্ত (জামালপুর প্রতিনিধি)
মাননীয় প্রধানমন্ত্রীর দিক নির্দেশনায় ২০০ জন গরীব ও অসহায় মানুষের মাঝে ইফতার ও রাতের খাবার বিতরন করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বৃহঃস্পতিবার (১৩ এপ্রিল) বিকেলে জামালপুর ব্যাটালিয়নের (৩৫ বিজিবি) প্রশিক্ষণ মাঠে জামালপুর ব্যাটালিয়নের নিজস্ব ব্যবস্থাপনায় ইফতার ও রাতের খাবার বিতরন করা হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর ব্যাটালিয়ন (৩৫ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল আব্দুল্লাহ আল মাশরুকী পিএসসি, এসি।
অনুষ্ঠানে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন মাননীয় প্রধানমন্ত্রীর দিক নির্দেশনায় বিজিবি দেশের প্রত্যন্ত অঞ্চল হতে শুরু করে সারাদেশে দুঃস্থ ও দরিদ্রদের মাঝে মাসব্যাপী ইফতার বিতরন কার্যক্রম পরিচালনা করে আসছে।
এর ধারাবাহিকতায় আজ আমরা ইফতার ও রাতের খাবার বিতরন করছি। রমজান সংযমের মাস। এ মাস আমাদের সংযমের পাশাপাশি ভ্রাতৃত্ববোধের শিক্ষা দেয়। সবার সাথে ইফতার ভাগ করে নেয়া বড়ই আনন্দের। বর্ডার গার্ড বাংলাদেশ সবসময় সমাজের অসহায় ও হতদরিদ্র মানুষের পাশে দাঁড়িয়েছে। ভবিষ্যতেও আমাদের এ কার্যক্রম অব্যাহত থাকবে।