মোঃ নূরুল ইসলাম (নওগাঁ প্রতিনিধি)
নওগাঁয় দ্রুতগামী ট্রাকের ধাক্কায় একজন বাইসাইকেল আরোহী নিহত হয়েছেন।
শুক্রবার সকাল ৮.৩০ টারদিকে নওগাঁর মহাদেবপুর উপজেলার চৌমাসিয়া (নওহাটামোড়) বাজার এলাকায় মর্মান্তিক এ দূর্ঘটনাটি ঘটে। দূর্ঘটনার সংবাদ পেয়ে স্থানীয় নওহাটা ফাঁড়ি পুলিশ দ্রুত দূর্ঘটনাস্থলে পৌঁছান।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার একডালা গ্রামের মোতাহার হোসেনের ছেলে মোঃ রনি হোসেন (২৪) নিজ বাড়ি থেকে বাইসাইকেল যোগে চৌমাসিয়া (নওহাটা মোড়) নামক স্থানে পৌঁছালে এসময় বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী একটি ট্রাক বাইসাইকেল কে ধাক্কা দিলে রনি হোসেন গুরুতর আহত হোন।পুলিশ ও স্থানীয়রা রনি কে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে দ্রুত নওগাঁ সদর হাসপাতালে প্রেরণ করেন। হাসপাতালে পৌঁছার কিছু সময় পরেই চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
রনির মৃত্যুতে পরিবার, স্বজন সহ গ্রামবাসীর মাঝে শোকের ছাঁয়া নেমে এসেছে।
সত্যতা নিশ্চিত করে মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ মোজাফফর হোসেন বলেন, নিহত ব্যক্তির মৃতদেহ নওগাঁ সদর হাসপাতালের মর্গে রয়েছে এবং ট্রাকটি নওহাটা পুলিশ ফাঁড়ি হেফাজতে রয়েছে। আইনি পক্রিয়া শেষে নিহতের মৃতদেহ তার স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।