মোহাম্মদ আলী জিন্নাহ (মাদারগঞ্জ প্রতিনিধি)
শুভ নববর্ষ-১৪৩০ উপলক্ষে জামালপুরের মাদারগঞ্জে মঙ্গল শোভাযাত্রা ও আলোচনা সভা অনু্ষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল ১০ টায় উপজেলা পরিষদ সভাকক্ষে এ আলোচনা সভা অনু্ষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার ইলিশায় রিছিল এর সভাপতিত্বে ও সমাজসেবা অফিসার তৌফিকুল ইসলাম খালেক এর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ওবায়দুর রহমান বেলাল।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন মাদারগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ মাহাবুবুল হক, বিআরডিবি চেয়ারম্যান অরুন কুমার সাহা, পল্লী বিদুৎ এর ডিজিএম জসীম উদ্দিন, বালিজুড়ী ফাজেল মোহাম্মদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হাই বুলু বিএসসি, প্রেসসক্লাবের সভাপতি জাহিদুর রহমান উজ্জল, বীরমুক্তিযোদ্ধা আবু বক্কর সিদ্দিক প্রমূখ।
এসময় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ,প্রধান শিক্ষকবৃন্দ, সাংবাদিকবৃন্দ, শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। এরপূর্বে নববর্ষের ঐতিহ্য ধরে রাখতে বাঙ্গালীর প্রিয় গাণ গুলো পরিবেশন করা হয়।