চ্যানেল ১১ নিউজ (অনলাইন ডেস্ক)
শুভ নববর্ষ-১৪৩০ উপলক্ষে জামালপুর জেলার মেলান্দহ উপজেলার ৮ নং ফুলকোচা ইউনিয়ন পরিষদের উদ্যোগে মঙ্গল শোভাযাত্রা ও সংক্ষিপ্ত আলোচনা সভা অনু্ষ্ঠিত হয়েছে।
পুরাতন জীর্ণ, অশুভ,অসুন্দর সব কিছু পেছনে ফেলে নতুনের কেতন উড়িয়ে বাংলা ১৪৩০ কে বরণ করে নিলো ৮ নং ফুলকোচা ইউনিয়ন পরিষদ।
চৈত্রসংক্রান্তির মাধ্যমে ১৪২৯ বঙ্গাব্দ কে বিদায় জানিয়ে বাংলা বর্ষপঞ্জিতে যুক্ত হলো নতুন বছর ১৪৩০ বঙ্গাব্দ।
"মুছে যাক গ্লানি, ঘুচে যাক জরা অগ্নিস্নানে শুচি হোক ধরা" এই স্লোগানকে সামনে রেখে মঙ্গল শোভাযাত্রার মধ্য দিয়ে পহেলা বৈশাখ উদযাপন করেছে পরিষদ চেয়ারম্যান, সচিব, সদস্য বৃন্দরা ১০টায় বের হয় মঙ্গল শোভাযাত্রা।
বৈশাখের তাপে সব রোগ জরা ঘুচে পৃথিবী শান্ত হোক এমনটাই প্রত্যাশা করেন ৮ নং ফুলকোচা ইউনিয়ন পরিষদের মানবিক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মামুনুর রশীদ মামুন। নতুন বছরে নব ভাবনায় কিভাবে ৮ নং ফুলকোচা ইউনিয়ন কে মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তোলা যায় সে লক্ষ্যে কাজ করে যাওয়া এবং ইউনিয়নের প্রতিটি মানুষের দোরগোড়ায় সেবা পৌছে দেয়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
এসময় পরিষদের সম্মানিত সচিব, সদস্য বৃন্দ, গ্রাম পুলিশ সহ অনেকেই উপস্থিত ছিলেন।