বেলাল হোসেন শান্ত (জামালপুর প্রতিনিধি)
আসন্ন পবিত্র ঈদ-উল- ফিতর উপলক্ষে জামালপুর সদর উপজেলায় বিভিন্ন ইউনিয়নে বিজিএফ চাল বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে।
আজ সকালে উপজেলার ৬ নং নরুন্দি ইউনিয়নে বিজিএফ চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন সদর আসনের মাননীয় সাংসদ বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব ইঞ্জিনিয়ার মো. মোজাফফর হোসেন সিআইপি।
এসময় আরও উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা লিটুস লরেন্স চিরান, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আক্তারুজ্জামান বেলাল, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নাজমুল হক, সাধারণ সম্পাদক মোজাম্মেল হক, স্থানীয় চেয়ারম্যান লুৎফর রহমানসহ ইউপি সদস্যবৃন্দ।
জানা যায়, বিজিএফ চাল বিতরণের আওতায় নরুন্দি ইউনিয়নে সর্বমোট ৪ হাজার ৯০২ জনকে পর্যায়ক্রমে প্রত্যেককে ১০ কেজি করে চাল বিতরন করা হয়।
পরে একইদিনে ৫ নং ইটাইল ও ৭ নং ঘোড়াধাপ ইউনিয়নে ৪ হাজার ৯৭ জন ও ৪ হাজার ৮৪২ জনের মাঝে বিজিএফ চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মো. মোজাফফর হোসেন সিআইপি।
এসময় অন্যানের মধ্যে আরও উপস্থিত ছিলেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা লিটুস লরেন্স চিরান, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আক্তারুজ্জামান বেলাল, সদর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অধ্যাপক ফরিদ হোসেন, স্থানীয় চেয়ারম্যান এডভোকেট হাফিজুর রহমান স্বপনসহ ইউনিয়ন আওয়ামী লীগের নেতৃবৃন্দ।