বেলাল হোসেন শান্ত (জামালপুর প্রতিনিধি)
পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে জাতির পিতার সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে জামালপুর সদর উপজেলার হত দরিদ্র জনগোষ্ঠীর মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেছেন সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মোঃ মোজাফফর হোসেন সিআইপি।
শনিবার বিকালে নিজস্ব তহবিল থেকে জামালপুর সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নে হত দরিদ্র মানুষের মাঝে এসব বিতরণ করেন তিনি।
সদর উপজেলা আওয়ামী লীগের আয়োজনে বকুলতলাস্থ জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান এডভোকেট মুহাম্মদ বাকী বিল্লাহ।
সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ডাঃ এম এ মান্নান খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী সাধারণ সম্পাদক বিজন কুমার চন্দ, জেলা আওয়ামী লীগের সাবেক দপ্তর সম্পাদক আসাদুজ্জামান আকন্দ বাবু।
অনুষ্ঠানের সঞ্চালনা করেন উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক।
পরে বিভিন্ন ইউনিয়নে আওয়ামী লীগের কর্মীদের মাঝে ৬ হাজার শাড়ী, ৩ হাজার প্যান্ট পিস, ২ হাজার লুঙ্গি ও ২ হাজার প্যাকেট খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।