চ্যানেল ১১ নিউজ (অনলাইন ডেস্ক)
আউশ আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রণোদনা কর্মসূচির আওতায় জামালপুর জেলার মেলান্দহ উপজেলার ৮নং ফুলকোচা ইউনিয়নের ১০০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে।
রবিবার (১৬ এপ্রিল) সকালে ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ৮ নং ফুলকোচা ইউনিয়ন পরিষদের মানবিক চেয়ারম্যান মামুনুর রশীদ মামুন এই বীজ ও সার কৃষকদের হাতে তুলে দেন।
এ সময় তিনি কৃষকদের উদ্দেশ্যে বলেন,জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশের কৃষকদের জীবনমান উন্নয়নে বিভিন্নভাবে কাজ করে গেছেন আর তার সুযোগ্য কন্যা বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাও বাবার আদর্শে পথ চলছেন। দেশের কৃষকদের উন্নয়নে তিনি বিভিন্ন সুযোগ সুবিধা বৃদ্ধি করেছেন। কারণ আওয়ামী সরকার বিশ্বাস করে “কৃষক বাঁচলে বাঁচবে দেশ”।
উক্ত বীজ ও সার বিতরন অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন কৃষি উপ সহকারী সরোয়ার জাহান, ইউপি সদস্য মোশারফ হোসেন সরকার, রিপন সরকার সহ অন্যান্য সম্মানিত ইউপি সদস্য ও ইউনিয়নের সুবিধাভোগী কৃষকগণ।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে প্রতিজন কৃষককে পাঁচ কেজি উফশী বীজ, ১০ কেজি ডিএপি এবং ১০ কেজি এমওপি সার দেওয়া হয়।