রাফি চৌধুরী (সীতাকুণ্ড, চট্টগ্রাম প্রতিনিধি)
সীতাকুণ্ড প্রেসক্লাবের উদ্যোগে ইফতার, দোয়া মাহফিল ও ঈদবস্ত্র বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
আজ বিকাল ৫টায় প্রেসক্লাব হলরুমে ইফতার, দোয়া মাহফিল ও ঈদবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড) আসনের সাংসদ মোঃ দিদারুল আলম।
প্রেসক্লাব সভাপতি সৌমিত্র চক্রবতীর সভাপতিত্বে ও সহ-সেক্রেটারী মোঃ নাছির উদ্দিন অনিকের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ আশরাফুল আলম, সীতাকুণ্ড পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা বদিউল আলম, সীতাকুণ্ড মডেল থানার ওসি তোফায়েল আহাম্মদ, ক্লাবের সাবেক সভাপতি সৈয়দ মোঃ ফোরকান আবু, এম সেকান্দর হোসাইন, এম হেদায়েত, সেক্রেটারী লিটন কুমার চৌধুরী, উপজেলা বিএনপির আহবায়ক ডাঃ মোঃ কমল কদর ভূঁইয়া, পৌরসদর ব্যবসায়ী কমিটির সভাপতি মোঃ রেজাউল করিম বাহার, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ শাহ আলম, কৃষি কর্মকতা মোঃ হাবিবুল্লাহ ও আলিয়া মাদরাসা মসজিদের খতিব মাওলানা আনোয়ার হোসাইন সহ ক্লাবের সাংবাদিক বৃন্দ ।
ইফতার ও দোয়া মাহফিল শেষে ১০০ জন অসহায় ও সুবিধা বঞ্চিত মানুষের মাঝে ঈদবস্ত্র বিতরণ করা হয়।