মোহাম্মদ আলী জিন্নাহ (মাদারগঞ্জ প্রতিনিধি)
জামালপুর এর মাদারগঞ্জ উপজেলার পৌরসভা ও ৭টি ইউনিয়নের ২৫ জন প্রতিবন্ধী ব্যক্তির মাঝে হুইলচেয়ার বিতরণ করা হয়েছে।
রবিবার বেলা ১১ ঘটিকায় উপজেলা চত্বরে এ হুইলচেয়ার বিতরণ করা হয়।
হুইলচেয়ার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ও প্রতিবন্ধী ব্যক্তির মাঝে হুইলচেয়ার বিতরণ করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ওবায়দুর রহমান বেলাল।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ তৌফিকুল ইসলাম খালেক, উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি বাবু অরুণ কুমার সাহা, তাতীঁলীগের সাধারণ সম্পাদক ফজলুল করিম ফজলু, মাদারগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সুজন হাসান প্রমুখ।
প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান ওবায়দুর রহমান বেলাল বলেন,
প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতিবন্ধীদের জন্য বিভিন্ন সুযোগ-সুবিধা দিয়ে যাচ্ছেন। এরই ধারাবাহিকতায় স্থানীয় সংসদ সদস্য, আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক জামালপুরের উন্নয়নের রুপকার আলহাজ্ব মির্জা আজম এমপি মহোদয়ের পক্ষ থেকে মাদারগঞ্জে ২৫ জন প্রতিবন্ধী ব্যক্তির মাঝে হুইল চেয়ার বিতরণ করা হলো।