মোহাম্মদ আলী জিন্নাহ (মাদারগঞ্জ প্রতিনিধি)
জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় ২০২২-২৩ অর্থ বছরে কন্দাল ফসল উন্নয়ন প্রকল্পের আওতায় দিনব্যাপী কৃষাণ-কৃষাণী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকালে উপজেলা কৃষি অধিদপ্তরের আয়োজনে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সভা কক্ষে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণ প্রদান করেন- উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ শাহাদুল ইসলাম।
এ সময় উপজেলা অতিরিক্ত কৃষি কর্মকর্তা নার্গিস আক্তার, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মাহমুদুল হাসান মিজান ও রওশন আরা উপস্থিত ছিলেন। পরে প্রশিক্ষণ শেষে প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়।