উত্তম চাকমা (মহালছড়ি, খাগড়াছড়ি)
আজ ১৯ এপ্রিল বুধবার বাংলাদেশ কৃষকলীগের ৫১তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে মহালছড়ি উপজেলা কৃষকলীগের নেতৃবৃন্দের উপস্থিতিতে উপজেলা আওয়ামী লীগ ও সকল সহযোগী অঙ্গ সংগঠনের কার্যালয়ের স্থাপিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অস্থায়ী প্রতিকৃতিতে সকালে ফুলেল শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়।
এসময় উপজেলা কৃষকলীগ সভাপতি মোঃ ফরিদ, সাধারণ সম্পাদক রিপন ওঝা, যুগ্ম সাধারণ সম্পাদক জয় চৌধুরী, সাংগঠনিক সম্পাদক ধনঞ্জয় চৌধুরী জয়, অর্থ সম্পাদক বাপ্পা মহাজন, স্বাস্থ্য ও পরিবার বিষয়ক সম্পাদক চংকু আচার্য্য,পানি সেচ ও বিদ্যুৎ বিষয়ক সম্পাদক মোঃ মুজিবুর রহমান,দেবু দে, সৌরভ বিশ্বাস, মোঃ রবিউল ইসলাম, সমির বণিক সহ অনেকে উপস্থিত ছিলেন।
আজ সন্ধ্যা ৬.৩০ ঘটিকায় উপজেলা আওয়ামী লীগ ও সকল সহযোগী অঙ্গ সংগঠনের কার্যালয়ে প্রধান অতিথি হিসেবে উপজেলা আওয়ামী লীগ সভাপতি রতন কুমার শীল ও বিশেষ অতিথি হিসেবে সাধারণ সম্পাদক মোঃ জসিম উদ্দিন ও অন্যান্য সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদকগণসহ সাবেক নেতাকর্মীগণ উপস্থিতিতে আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।