মাদারগঞ্জের ঝাড়কাটা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের এসএসসি ব্যাচ- ১৯৯৩ এর ৩০ বছর পূর্তি উপলক্ষে পূর্ণমিলনী ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনু্ষ্ঠিত হয়েছে।
ঈদের তৃতীয় দিন ঐতিহ্যবাহি ঝাড়কাটা বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে এ পূর্ণমিলনী ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনু্ষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ওবায়দুর রহমান বেলাল।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন অত্র বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও চরপাকেরদহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বদরুল আলম সরদার, অবঃ সহকারী শিক্ষক কামাল বিএসসি , সাবেক প্রধান শিক্ষক আলহাজ্ব নজমুল হক, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা শাহ জামাল প্রমূখ। মানপত্র পাঠ ও স্বাগত বক্তব্য রাখেন এসএসসি ব্যাচ- ১৯৯৩ এর পূর্ণমিলনী অনুষ্ঠানের আয়োজক কমিটির আহবায়ক ও জামালপুর শেখ হাসিনা মেডিকেল কলেজ এর সহকারী অধ্যাপক ( মেডিসিন) ডাঃ কবীরুল হাসান বিন রকিব মুক্তা।
সঞ্চালনায় এসএসসি ব্যাচ- ১৯৯৩ এর পূর্ণমিলনী অনুষ্ঠানের আয়োজক কমিটির অন্যতম এডভোকেট মোস্তাফিজুর রহমান মিঠু । সার্বিক ব্যবস্থাপনায় আয়োজক কমিটির অন্যতম উদ্যোক্তা সাবেক সেনা সদস্য মোখলেছুর রহমান কার্জন ও ঢাকা হ্যাঙ্গার প্লাস প্রোডাকশন এন্ড ম্যাইন টেনেন্স এর সহকারী ব্যবস্থাপক নাজিম উদ্দিন মিষ্টার।
এরপূর্বে ফুলের শুভেচ্ছায় অতিথিদের ও ব্যাচ- ১৯৯৩ এর সদস্যবৃন্দদের বরণ করে নেওয়া হয় এবং আলোচনা শেষে মধ্যাহ্নভোজ এ অংশ নেন। এ সময় অত্র বিদ্যালয়ের অবঃ শিক্ষকবৃন্দ ও বর্তমান শিক্ষকবৃন্দ সহ ব্যাচ- ১৯৯৩ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। বিকালে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনু্ষ্ঠিত হয়।