বেলাল হোসেন শান্ত (জামালপুর)
‘বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণ, বিনামূল্যে আইনি সেবার দ্বার উন্মোচন’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে জামালপুরে পালিত হয়েছে আইনগত সহায়তা দিবস।
দিবসটি উপলক্ষে শুক্রবার সকালে জামালপুর জেলা লিগ্যাল এইড কমিটির উদ্যোগে জেলা জজ আদালত প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় আদালত প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।
এসময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক শ্রাবস্তী রায়, জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান ও সিনিয়র জেলা ও দায়রা জজ মো. এহসানুল হক, অতিরিক্ত পুলিশ সুপার জাকির হোসেন সুমন, জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট আমান উল্লাহ আকাশ প্রমুখ।
শোভাযাত্রা শেষে জেলা চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টের সভাকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এ সময় বক্তারা দরিদ্র বিচার প্রার্থীরা যাতে হয়রানি শিকার না হন এবং সরকারের সহায়তায় সুবিচার পান তার জন্য সকলের সহযোগিতা কামনা করেন।