সাংবাদিকতাকে আরো গতিশীল ও গণমাধ্যমকর্মীদের অধিকার রক্ষায় জামালপুরের মাদারগঞ্জে উপজেলা প্রেসক্লাব গঠন করা হয়েছে। সেই সাথে আগামী ২ বছরের জন্য ৯ সদস্যের একটি কমিটি গঠন করা হয় । এতে সভাপতি নির্বাচিত হয়েছেন দৈনিক আজকালের খবর পত্রিকার মাদারগঞ্জ উপজেলা প্রতিনিধি মোহাম্মদ আলী জিন্নাহ এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন দৈনিক ভোরের সময় পত্রিকার স্টাফ রিপোর্টার মোহাম্মদ আব্দুল্লাহ।
২৮ এপ্রিল (শুক্রবার) বিকেলে মাদারগঞ্জ শহরের ঢাকা চাইনিজ রেস্টুরেন্ট এন্ড পার্টি সেন্টারে এ কমিটি গঠন করা হয়।
নবগঠিত কমিটির সভাপতি মোহাম্মদ আলী জিন্নাহ বলেন, আমরা সাংবাদিকরা একটি প্লাটফর্মে থেকে সমাজের ও দেশের বস্তুনিষ্ঠ সংবাদ তুলে ধরব। তিনি আরও বলেন সাংবাদিকদের আপদে-বিপদে একে অন্যের পাশে সবসময় সহযোগিতার হাত বাড়াবো এবং আমরা সবাই মিলে একটি পরিবার এ বিষয়টি মাথায় রেখে সকলের পথচলা সুগম হোক এই হোক আমাদের অঙ্গীকার।