রিয়াদ হাসান হৃদয় (স্টাফ রিপোর্টার)
আজ ২৯শে এপ্রিল বিকাল ৪ ঘটিকায় তারাটিয়া পুলিশ তদন্ত কেন্দ্র পরিদর্শন করেন জামালপুর জেলা পুলিশ সুপার জনাব নাসির উদ্দিন আহমেদ।
পুলিশ তদন্ত কেন্দ্র পরিদর্শনের পাশাপাশি স্থানীয় সাধারণ মানুষ ও নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেন এবং স্থানীয় সাধারণ মানুষ এবং নেতৃবৃন্দদের কাছ থেকে নানা রকম সমস্যার কথা শোনেন।
এসময় উপস্থিত ছিলেন দেওয়ানগঞ্জ ইসলামপুর সার্কেল এসপি সুমন কান্তী চৌধুরী ও দেওয়ানগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ শ্যামল চন্দ্র ধর।
আরও উপস্থিত ছিলেন পাররামরামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব সেলিম মিয়া জে কে, সাবেক চেয়ারম্যান ফজলে রাব্বি জুয়েল,পাররামরামপুর ইউনিয়ন আওয়ামী লীগ এর সভাপতি জনাব আতিকুজ্জামান আতিক সহ ইউনিয়ন আওয়ামীলীগের বিভিন্ন নেতাকর্মীর উপস্থিত ছিলেন।
এসময় পুলিশ সুপার মহোদয় বলেন, মানুষের দ্বারপ্রান্তে পুলিশিং সেবা পৌঁছে দিতে বিভিন্ন স্থানে পুলিশ তদন্ত কেন্দ্র তৈরি করা হয়েছে, যাতে করে সাধারণ মানুষ পুলিশের সেবা সব সময় পায়। আপনারা পুলিশ তদন্ত কেন্দ্রে আসবেন সেবা নিবেন। আর যেহেতু এটি বর্ডার এলাকা তাই মাদক কারবারিদের বিষয়ে আমাদের তথ্য দিয়ে অবশ্যই সহযোগিতা করবেন।