মোহাম্মদ আলী জিন্নাহ (মাদারগঞ্জ প্রতিনিধি)
সারা দেশের ন্যায় জামালপুরের মাদারগঞ্জে সুষ্ঠ ও সুন্দরভাবে এসএসসি সমমান পরীক্ষা অনু্ষ্ঠিত হয়েছে।
রোববার সকাল ১০ টায় মাদারগঞ্জ উপজেলায় ৪ টি কেন্দ্রে প্রথম দিনে এসএসসি বাংলা ,দাখিল কোরআন ,ভোকেশনাল ও দাখিল ভোকেশনাল বাংলা-২ সমমান পরীক্ষায় মোট পরীক্ষার্থী ৩৭১৫ জন, অনুপস্থিত ছিলো ১০১ জন।
বালিজুড়ী রওশন আরা সরকারি বালিকা বিদ্যালয় কেন্দ্র বালিজুড়ী ফাজেল মোহাম্মদ উচ্চ বিদ্যালয় ভেন্যু-সহ এসএসসি পরীক্ষার্থী ১২১৭ অনুপস্থিত ১১ জন। পাটাদহ কয়ড়া উচ্চ বিদ্যালয় কেন্দ্রে পরীক্ষার্থী ১০৬৮ অনুপস্থিত ৬ জন। ঘুঘুমারী মির্জা আবুল কাশেম উচ্চ বিদ্যালয় কেন্দ্রে পরীক্ষার্থী ৫৮৯ জন অনুপস্থিত ৫ জন ও ভোকেশনাল ১৪০ জন অনুপস্থিত ৬ জন। জুনাইল উচ্চ বিদ্যালয় ভোকেশনাল ১০৬, অনুপস্থিত ০৬ জন। মাদারগঞ্জ আঃ আলী মির্জা কাশেম ফাজিল ডিগ্রী মাদ্রাসা কেন্দ্রে মোট পরীক্ষার্থী ৫৯৫ অনুপস্থিত ৬৭ জন।
এ ব্যাপারে বালিজুড়ী রওশন আরা সরকারি বালিকা বিদ্যালয় কেন্দ্র সচিব লেঃ মোঃ শাহ আলম জানান বিগত দিনের তুলনায় সুষ্ঠ ও সুন্দর ভাবে পরীক্ষা অনু্ষ্ঠিত হয়েছে এবং এই কেন্দ্রে একজন পরীক্ষার্থী ইয়াছিন আরাফাত প্রতিবন্ধী হওয়ার ফলে পরীক্ষায় ৩০ মিনিট সময় বেশী পাচ্ছে। মাদারগঞ্জ আঃ আলী মির্জা কাশেম ফাজিল ডিগ্রী মাদ্রাসা কেন্দ্র সচিব অধ্যক্ষ মোহাম্মদ গোলাম রব্বানী জানান স্ব স্ব মাদ্রাসায় গিয়ে বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার রুপকল্প স্মার্ট বাংলাদেশ বিনিমার্ণে ও দাখিল পরীক্ষা-২০২৩ এর প্রস্তূতি এবং শিক্ষাবন্ধু মির্জা আজম এমপি'র এলাকায় সম্পূর্ণ নকলমুক্ত পরিবেশে পরীক্ষা অনু্ষ্ঠিত হবে এ সম্পর্কে পরীক্ষার্থীদের মাঝে বক্তব্যের মাধ্যমে উপস্থাপন করি। তারই ফলশ্রুতিতে কেন্দ্রে সুষ্ঠ ও সুন্দরভাবে সম্পুর্ণ নকলমুক্ত পরিবেশে পরীক্ষা অনু্ষ্ঠিত হয়। উপরোক্ত তথ্য সত্যতা নিশ্চিত করেন জামালপুর জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মনিরা মুস্তারি ইভা।