রিয়াদ হাসান হৃদয় (স্টাফ রিপোর্টার)
গত ২৯ এপ্রিল '২৩ ইং অসকস-বাংলাদেশ (অবসরপ্রাপ্ত সশস্ত্রবাহিনী কল্যাণ সোসাইটি) সংগঠনের বৈদেশিক শাখা কুয়েত কমিটির ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান -২০২৩ কুয়েত সিটি মিরগাব হোটেল রাজধানীতে অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সার্জেন্ট (অবঃ) শাহাবুদ্দিন মূধা , সঞ্চালনায় ছিলেন সার্জেন্ট (অবঃ) মোহাম্মদ আনোয়ার হোসেন,,স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক কর্পোরাল (অবঃ) এস এম মানিক আহমেদ, তাছাড়া উপস্থিত ছিলেন অত্র শাখার কার্যনির্বাহী কমিটির সম্মানিত সহ সভাপতি কর্পোরাল (অবঃ)জাহাঙ্গীর আলম , সহ-সভাপতি কর্পোরাল (অবঃ ) জানে আলম, সহ-সভাপতি কর্পোরাল (অবঃ) সাহাজ উদ্দিন, সহ-সভাপতি সার্জেন্ট (অবঃ) মোঃ ওমর ফারুক, যুগ্ম সাধারণ সম্পাদক সার্জেন্ট (অবঃ) জিহাদ হোসেন ,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত সশস্ত্রবাহিনী কল্যাণ সংস্থা (অসকস) বাংলাদেশ কুয়েত শাখার সভাপতি সার্জেন্ট (অবঃ) ইউসুফ কাওসার , ও সি সহ-সভাপতি সার্জেন্ট (অবঃ ) মোঃ শফিকুল ইসলাম, তাছাড়া সংস্থা সংগঠনের সহ-সভাপতি কর্পোরাল (অবঃ) আব্দুল মালেক,সাংগঠনিক সম্পাদক সার্জেন্ট (অবঃ) মোখলেছুর রহমান,অর্থ সম্পাদক সার্জেন্ট (অবঃ) রফিকুল ইসলাম ইবি এবং আমন্ত্রিত সাংগঠনিক অতিথি বৃন্দ সহ অবসরপ্রাপ্ত সশস্ত্রবাহিনী কল্যাণ সোসাইটি কুয়েত শাখার সম্মানিত সাংগঠনিক ও উপ সাংগঠনিক সদস্য সহ সর্বমোট ৬৭ জন স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান টি সাফল্যমন্ডিত হয়েছে।
অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত ও তরজমা করেন সার্জেন্ট (অবঃ) কাজী জসিম উদ্দিন শুভ বিমান বাহিনী,ধর্ম বিষয়ক সম্পাদক কুয়েত শাখা। ঈদ মানে আনন্দ ঈদ মানে খুশি। পবিত্র রমাদান মাসে সিয়াম পালন শেষে সবাইর আশা থাকে পরিবারের তথা আত্মীয় স্বজন ও প্রিয় শুভাকাঙ্ক্ষীদের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করার। কিন্তু শত ইচ্ছে থাকা সত্ত্বেও প্রবাসীদের সবার কপালে হয়তো তা জুটে না। প্রবাসীদের ঈদ মানে, ঈদের নামাজ বাদ লম্বা একটা ঘুম বৈকি।।
আমরা সকলেই শৃঙ্খলা বাহিনীর সদস্য। বাংলাদেশে সার্ভিসরত অবস্থায় ঈদ পরবর্তী ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান করতে অভ্যস্ত তথা ঈদের আমেজ কিছুটা হলেও উপভোগ করেছি।
প্রবাস জীবনে আমরা যারা শৃঙ্খলা বাহিনীর সংগঠনের সাথে সম্পৃক্ত হয়েছি শুধুমাত্র অবসরপ্রাপ্ত সশস্ত্রবাহিনী সদস্যদের কল্যাণের জন্য নিবেদিত প্রাণ হয়ে কাজ করার ব্রত নিয়ে। সেই সমস্ত সহযোদ্ধা ভাইদের একটু আনন্দ দেওয়ার/নেওয়ার জন্য অবসরপ্রাপ্ত সশস্ত্রবাহিনী কল্যাণ সোসাইটি কুয়েত শাখা সংগঠনের পক্ষ থেকে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান করার পরিকল্পনা করা হলে অত্র শাখার কার্যনির্বাহী কমিটির সিদ্ধান্ত অনুযায়ী আয়োজক কমিটি কে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান এর দায়িত্ব দেয়া হয়। আয়োজক কমিটির অক্লান্ত পরিশ্রমের ফসল আজ সকলের নিকট দৃশ্যমান। আয়োজক কমিটিকে এত সুন্দর একটা অনুষ্ঠান উপস্থাপন করার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি প্রিয় সংগঠন মনা সহযোদ্ধা ভাইদের প্রতি যাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অনুষ্ঠান টি সাফল্যমন্ডিত হয়েছে।
আয়োজক কমিটির সম্মানিত সদস্য ও অন্যান্য সম্মানিত সদস্যবৃন্দ শত শত ইচ্ছে থাকা সত্ত্বেও কর্ম ব্যস্থতা এবং কিছু বাধ্য বাধকতার কারণে অংশগ্রহণ করতে পারেনি। তাদের অংশগ্রহণে অনুষ্ঠানটি নিশ্চয়ই আরো পরিপূর্ণতা পেত।
অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ হিসেবে সংগঠনের সফলতা সম্পর্কিত লিফলেট সকল সদস্যদের দেয়া হয় এবং তাৎক্ষণিকভাবে অনেক নতুন সদস্য সাংগঠনিক কার্যক্রমে মুগ্ধ হয়ে সদস্য ফরম পূরণ করেন। অনুষ্ঠানের সভাপতি আরো বলেন, আমাকে অনুষ্ঠান সম্পর্কে বাংলাদেশ তথা কুয়েত থেকে অনেক সহযোদ্ধা ভাই ফোন করেন এবং ইতিবাচক মন্তব্য সহ বিদেশের মাটিতে প্রানবন্ত ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান উপহার দেয়ার জন্য সবাইকে অভিনন্দন জানিয়েছেন।
তাছাড়া অনুষ্ঠানে রেফেল ড্র ছিল এবং আকর্ষনীয় পুরুস্কার বিতরণ করা হয়।
আশা করছি কিছুটা হলেও সহযোদ্ধা ভাইদের মাঝে একটু আনন্দ দিতে পেরেছি। সেজন্য নিজেকে ধন্য মনে করছি। সকলের ভালোবাসায় আমি মুগ্ধ, এ যেন এক ভালোবাসার মিলনমেলা।