বেলাল হোসেন শান্ত (জামালপুর)
সারা দেশের ন্যায় জামালপুরেও যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মহান মে দিবস উদযাপিত হয়েছে।
দিবসটি উপলক্ষে আজ সকালে জেলা প্রশাসনের আয়োজনে এক বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি মালগুদাম মোড় থেকে বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিন করে বকুল তলা চত্বরে গিয়ে শেষ হয়।
এর আগে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন জেলা প্রশাসক শ্রাবস্তী রায়, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিজন কুমার চন্দ, জেলা জাতীয় শ্রমিক লীগের সভাপতি মশিউর রহমান বাবু ।
র্যালিতে জেলা ও উপজেলা প্রশাসনসহ বিভিন্ন রাজনৈতিক দল ও শ্রমিক সংগঠনের সর্বস্তরের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।