রিয়াদ হাসান হৃদয় (স্টাফ রিপোর্টার)
কুড়িগ্রাম জেলার চর রাজিবপুর উপজেলার মোহনগঞ্জ ইউনিয়নের ৫নং ওয়ার্ডে গত কাল ৩০শে এপ্রিল বিকাল তিন টায়, জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলার চর আমখাওয়া ইউনিয়ন এর ২ নং ওয়ার্ড এর ইউপি সদস্য আব্দুল লতিফ কে রাস্তা থেকে তুলে নিয়ে নির্যাতন করার ঘটনা ঘটেছে বলে অভিযোগ পাওয়া গেছে।
জানাযায় কিছু দিন পূর্বে রাজিবপুর উপজেলার মোহনগঞ্জ ইউনিয়নের ৫নং ওয়ার্ড এর মুন্সি পাড়া গ্রামের মোঃ আবুল এর মেয়েকে ২য় বিবাহ করে আব্দুল লতিফ। বিয়ের দুই মাস পরে বিবাহ বিচ্ছেদ হয় তাদের।
ঘটনার দিনে বিকালে আব্দুল লতিফ মুন্সি পাড়া এলাকায় কাজে গেলে সেই সময় মেয়ে পক্ষের লোকজন মিলে তাকে রাস্তা থেকে তুলে নিয়ে যায়।
ঘটনা জানার পরে ২নং চর আমখাওয়া ইউনিয়নের চেয়ারম্যান জনাব জিয়াউল হক জিয়া সহ আরো কয়েকজন ইউপি সদস্য ও মোহনগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান আনোয়ার হোসেন ও ৫ নং ওয়ার্ড এর আনোয়ার সহ একটি গ্রাম্য শালিসি বৌঠক হয়।কিন্তু বৌঠক শেষে মেয়ে বাড়ির লোকজন মিলে। আবারো চর আমখাওয়া ইউনিয়ন থেকে আগত সবার উপর হামলা শুরু করেন।
জীবন বাচানোর তাগিদে লতিফ মেম্বারকে রেখে সবাই চলে আশে।
খবর প্রচার এর আগ মুহুর্ত পর্যন্ত লতিফ মেম্বার সেই গ্রামেই আটক আছে বলে যানা যায়।