রাহিন হোসেন রায়হান (বকশিগঞ্জ প্রতিনিধি)
বকশীগঞ্জের ধানুয়া কামালপুরের নয়াপাড়া গ্রামে জমি সংক্রান্ত বিরোধ মামলায় বকশীগঞ্জ থানায় ওয়ারেন্ট ভুক্ত এক আসামি আটক।
মামলার অভিযোগ সূত্রে জানা যায়, বাদী মোঃ সোহেল মিয়ার (২৬)র সাথে একই এলাকার আব্দুর রউফ তারা (৪৪) গংদের পূর্ব থেকে বাড়ি ভিটার জমি নিয়ে বিরোধ ছিল। সেই সূত্রে পূর্ব শত্রুতার জের ধরে আসামি আব্দুর রউফ (৪৪) গংরা বাদী এবং তার পরিবারের অনিষ্ট সাধন করার জন্য বিভিন্নভাবে পায়তারা করতে থাকে।
গত ইং ২৬/০৪/২০২৩ তাং অনুমান ২.৩০ ঘটিকার সময় আসামিগণ দেশীয় অস্ত্রশস্ত্র সজ্জিত হয়ে বাদীর বসতবাড়ির ভিতরে অনধিকার ভাবে প্রবেশ করে গালিগালাজ করতে থাকে। বাদী প্রতিবাদ করলে তখন আসামিগণ সবাইকে এলোপাতাড়ি ভাবে মারতে থাকে এতে পরিবারসহ বাদী মারাত্মকভাবে আহত হয়। পরবর্তীতে বাদী হাসপাতালে চিকিৎসা শেষে থানায় অভিযোগ দায়ের করে । উক্ত ঘটনার বিষয়ে জানতে বকশীগঞ্জ থানায় যোগাযোগ করলে এস আই মোঃ আবু সাইদ ঘটনার সত্যতা সম্পর্কে স্বীকার করেন।