চ্যানেল ১১ নিউজ (অনলাইন ডেস্ক)
বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস-২০২৩ উপলক্ষে জামালপুর জেলার “মাদারগঞ্জ উপজেলা প্রেসক্লাব” এর আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার দুপুরে উপজেলার বালিজুড়ী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মহোদয়ের ব্যক্তিগত কার্যালয়ে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মাদারগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ আলী জিন্নাহ্’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শেখ মাহমুদ আব্দুল্লাহর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন মাদারগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি সিনিয়র সাংবাদিক আব্দুর রাজ্জাক তরফদার, আজকের পত্রিকার সাংবাদিক আকন্দ সোহাগ প্রমুখ।
এসময় মাতৃজগত পত্রিকার সাংবাদিক মোস্তাফিজুর রহমান সাইফুল সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।