মোহাম্মদ আলী জিন্নাহ (মাদারগঞ্জ প্রতিনিধি)
জামালপুরের মাদারগঞ্জে পরীক্ষায় নকল করার অভিযোগে ৩ জন দাখিল পরিক্ষার্থীকে বহিস্কার করা হয়েছে।
রবিবার বেলা ১২ টায় মাদারগঞ্জ আব্দুল আলী মির্জা কাশেম ফাজিল ডিগ্রি মাদ্রাসা কেন্দ্রে নকলের দায়ে চরলোটাবর দাখিল মাদ্রাসা,ভেলামারি রাবেয়া সিরাজ বালিকা দাখিল মাদ্রাসা ও জোনাইল ছাহাতরু রাইসিয়া বালিকা দাখিল মাদ্রাসার ৩ পরিক্ষার্থীকে বহিস্কার করা হয়।
বিষয়টি নিশ্চিত করে কেন্দ্র সচিব অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ গোলাম রব্বানী বলেন- জামালপুরের উন্নয়নের রুপকার ৬ বারের নির্বাচিত এমপি মির্জা আজম এর নিজ উপজেলায় নকলমুক্ত পরীক্ষা অনু্ষ্ঠিত হবে এ লক্ষে স্ব স্ব মাদ্রাসা প্রতিষ্ঠানে গিয়ে পরীক্ষার্থীদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ নির্দেশনা দেওয়া হয়েছিল। এরপর ও পরীক্ষায় নকল করলে তাদের বহিস্কার করা হবে এবং নকলের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। পূর্বেও অনু্ষ্ঠিতব্য পরীক্ষায় নকল ও কেন্দ্রে মোবাইল রাখায় দায়ে পরিক্ষার্থীকে বহিস্কার করা হয়।