রাফি চৌধুরী (সীতাকুণ্ড, চট্টগ্রাম প্রতিনিধি)
সীতাকুণ্ডে কাজ করার সময় তিনতলা সমান উপর থেকে নিচে পড়ে মনির আহমেদ (৫০) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।
আজ শনিবার দুপুরে পৌনে ১ টার সময় উপজেলার কুমিরা এলাকায় কে,ওয়াই, সিআর কয়েল ইন্ডাস্ট্রিজ লিমিটেডে এঘটনা ঘটে।
নিহত মনির ওই কারখানার মেকানিকাল ফোরম্যান হিসেবে কর্মরত ছিলেন।
সে নগরীর পাহাড়তলীস্থ সরাইপাড়ার মৃত হাজী নুর আহাম্মেদের পুত্র।
স্থানীয় সুত্রে জানা যায়, টিন তৈরী কারখানা কে ওয়াই স্টিল মিলে নতুন একটি সেড তৈরীর কাজ করার সময় তিনতলা সমান উপর থেকে অসাবধানতাবসত হঠাৎ নিচে পড়ে যায় মনির।
এসময় গুরুতর আহতবস্থায় তাকে উদ্ধার করে চমেক হাসপাতালে নিয়ে গেলে দুপুর ২টা ২৫ মিনিটের সময় ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
সীতাকুণ্ড মডেল থানার ওসি তোফায়েল আহমেদ বলেন, দুপুরে ঘটনা ঘটলেও কারখানা কর্তৃপক্ষ তাৎক্ষণিক বিষয়টি আমাদেরকে জানায়নি। সন্ধ্যার সময থানাকে অবহিত করে। নিহত শ্রমিক মনির আহমেদ কাজ করার সময় কোন সেফটি ছিল না। ঝুঁকিপূর্ণভাবে অনেক উপরে কাজ করছিল। অসাবধানতাবসত নিচে পড়ে মারা যান।
লাশ চমেক হাসপাতালের মর্গে আছে। এ ব্যাপারে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।