রাফি চৌধুরী (সীতাকুণ্ড, চট্টগ্রাম প্রতিনিধি)
চট্টগ্রাম সীতাকুণ্ডস্থ বাড়বকুণ্ডে হাসেম নগর বায়তুল হাকিম জামে মসজিদের পূনঃর্নিমান কাজ উদ্বোধন করা হয়েছে।
৭ মে রবিবার যোহর নামাজের পর উদ্ধোধন কালে অতিথি হিসেবে ছিলেন বাড়বকুণ্ড ইউপি চেয়ারম্যান ছাদাকাত উল্যাহ মিয়াজী, মানবিক বেওয়ারিশ রোগী ফাউন্ডেশনের সভাপতি সাবেক পুলিশ মানবিক শওকত আলম, মানবিক, সমাজ সেবক ও সংগঠক লায়ন মোঃ গিয়াস উদ্দীন, লায়ন ইঞ্জিনিয়ার কামরুদৌজা, স্থানীয় মেম্বার মোঃ সোহেল, মসজিদ কমিটির সভাপতি মোঃ আব্দুল মজিদ, সাধারণ সম্পাদক মোঃ শিমুল,মানবিক শওকতের মানবিক টিমের আবু হাসান,আবদুল ছবুর,আবু তাহের, সাইদুল ইসলাম তৈয়ব,শাকিল,মোঃ তাহের,রাফি চৌধুরী প্রমুখ।
মানবিক সেবক শওকত আলম বলেন, আল্লাহর ঘর নির্মানে কোন প্রকার কষ্ট করতে হয়না, টাকা আল্লাহ যোগাড় করে দেন, শুধুমাত্র আমাদের একটু চেষ্টা করতে হয়।