মাইদুল ইসলাম (গাইবান্ধা জেলা প্রতিনিধি)
বিশ্ব রেডক্রস ও রেডক্রিসেন্ট দিবস উপলক্ষে গাইবান্ধায় আজ সোমবার নানা কর্মসূচি পালিত হয়।
কর্মসূচির মধ্যে ছিল বর্ণাঢ্য র্যালি, কেক কাটা ও আলোচনা সভা। বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি, গাইবান্ধা ইউনিট এসব কর্মসূচির আয়োজন করে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোঃ অলিউর রহমান।
শহরে র্যালি শেষে স্থানীয় পাবলিক লাইব্রেরি মিলনায়তনে ১৬১তম বিশ্ব রেডক্রস ও রেডক্রিসেন্ট দিবস উপলক্ষে কেক কাটা হয়। পরে রেডক্রিসেন্ট সোসাইটি, গাইবান্ধা ইউনিটের চেয়ারম্যান আবু বকর সিদ্দিকের সভাপতিত্বে আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি জেলা প্রশাসক অলিউর রহমান ছাড়াও অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন পুলিশ সুপার মোঃ কামাল হোসেন, রেডক্রিসেন্ট গাইবান্ধা ইউনিটের সেক্রেটারি মৃদুল মোস্তাফিজ ঝন্টু, সদস্য রেজাউন্নবী রাজু, জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক পিয়ারুল ইসলাম, আওয়ামীলীগ নেতা মোজাম্মেল হক ঝিলাম, রেডক্রিসেন্ট সোসাইটির ই.এল.ও রাকিবুল ইসলাম রাকিব প্রমুখ।