মোহাম্মদ আলী জিন্নাহ (মাদারগঞ্জ)
সোমবার সকাল ৮টার দিকে মাদারগঞ্জ উপজেলার ২ নং কড়ইচড়া ইউনিয়নের ভেলামারি পূর্বপাড়া এলাকায় ঝারকাটা নদীতে দুই দিন আগে নিখোঁজ হওয়া জামালী ওরফে গবি (৬০) নামের এক ব্যক্তির মরদেহ ভেসে উঠে।
নদীতে মরদেহটি দেখতে পেয়ে পুলিশে খবর দেয় স্থানীয়রা।
বিষয়টি নিশ্চিত করেছেন মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মাহবুবুল হক।
২নং কড়ইচড়া ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ডের সদস্য আলামগীর তরফদার বলেন, জামালী ওরফে গবি ভেলামারি এলাকার মৃত গফুরের ছেলে। গত দুই দিন আগে নিখোঁজ হন তিনি। অনেক দিন ধরে মানসিক ভারসাম্যহীন ছিলেন গবি।
কড়ইচড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোজাম্মেল হক বাচ্চু জানান জামালী দীর্ঘ দিন থেকেই মানসিক ভারসাম্যহীন ছিলেন এবং সকালে নদীতে তার লাশ ভেসে উঠে।
পরিবারের পক্ষ থেকে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ পাওয়ার আবেদন করলে মডেল থানা পুলিশ মরদেহ টি পরিবারের কাছে হস্তান্তর করেন।
এ ব্যাপারে মাদারগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ মাহবুবুল হক বলেন, খবরটি পাওয়ার পর পরিদর্শক (তদন্ত) ফিরোজ উদ্দিনের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে পাঠিয়ে মরদেহটি দ্রুতই উদ্ধার করা হয় এবং নিহতের পরিবারের আবেদনের প্রেক্ষিতে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
ঘটনাস্থল পরিদর্শন করেন সিনিয়র সহকারী পুলিশ সুপার মাদারগঞ্জ সার্কেল স্বজল কুমার সরকার।