নুর হোসেন ( চট্টগ্রাম জেলা প্রতিনিধি)
চট্টগ্রাম মহানগরীর পতেঙ্গা থানার স্টিল মিল বাজারে চলন্ত লরি থেকে কন্টেইনার পড়ে দুই জন নিহত হয়েছেন। নিহত দুজন রিকশা যাত্রী ছিলেন। তবে তাৎক্ষনিক তাদের পরিচয় পাওয়া যায়নি।
আজ বুধবার (১০ মে) বেলা ১১টা ৫৫ মিনিটের দিকে স্টিল মিল খাল পাড় রোডের মুখে আলী প্লাজার সামনে এ দুর্ঘটনা ঘটেছে। প্রতক্ষ্যদর্শীরা জানায়, একটি কন্টেইনার বাহী লরি যাওয়ার সময় হঠাৎ কন্টেইনারটি উল্টে রাস্তায় পড়ে রিকশাকে চাপা দেয়। এতে রিকশাচালকসহ দুই যাত্রী নীচে চাপা পড়েন।
পরে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌছে ক্রেনের সাহায্যে কন্টেইনারের নীচ থেকে দুই যাত্রীকে মৃত অবস্থায় এবং রিকশা চালককে আহত অবস্থায় উদ্ধার করে।ঘটনাস্থল থেকে ফায়ার সার্ভিসের উপ-পরিচালক মোঃ আব্দুল হালিম জানান, কন্টেইনার চাপা পড়া ৩ জনকে উদ্ধার করা হয়েছে। এর মধ্যে ২ জনে মৃত্যু হয়েছে। আহত একজনকে হাসপাতালে নেয়া হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক