রাহিন হোসেন রায়হান (বকশিগঞ্জ)
জামালপুরের বকশীগঞ্জে প্রভাবশালী ব্যবসায়ীর কাছে জিম্মি হয়ে পড়েছে একটি অসহায় পরিবার।
অপরিকল্পিতভাবে সিমেন্টের খুঁটি বানানোর কারখানা বানিয়ে পরিবেশের ভারসাম্য নষ্ট করেছে ব্যবসায়ী মোঃ নুরনবী এতে করে কারখানার পাশে বসতবাড়িতে থাকা একটি অসহায় পরিবার পরেছে চরম বিপাকে।
বকশীগঞ্জ পৌর শহরে চরকাউরিয়া পশ্চিমপাড়া এলাকায় এ ঘটনাটি ঘটেছে।
সরেজমিনে দেখা যায় ভুক্তভোগী মোঃ মতিউর রহমান মতি চর কাউরিয়া পশ্চিমপাড়া নিবাসী, তার বসতবাড়ির ঘরের সাথে পূর্ব পাশ ঘেঁষে একটি সিমেন্টের কারখানা গড়ে তুলে ব্যবসায়ী মোঃ নুর নবী। তখন ভুক্তভোগী মতি বিষয়টির ব্যাপারে তেমন একটা আঁচ করতে পারেননি পরবর্তীতে কারখানাটি চালু করলে মেশিনের বিকট শব্দ এবং ঝাকুনিতে অসহায় মতির ঘর ক্ষতিগ্রস্ত হয়। মতি বিষয়টি এলাকার গণ্যমান্য ব্যক্তির কাছে জানালে তখন সালিশের মাধ্যমে চতুর ব্যবসায়ী মোঃ নূর নবী তাকে কিছু ক্ষতিপূরণ দিয়ে ক্ষতিগ্রস্ত ঘরটির মেরামত করে দেয়। কারখানাটি পূর্বের মতো চলতে থাকে, মেশিনের বিকট শব্দ এবং ঝাঁকুনিতে ভুক্তভোগী অসহায় পরিবারের বসতবাড়িতে এখন টিকা দায় হয়ে পড়েছে।
বিষয়টির ব্যাপারে বকশীগঞ্জ সহকারী ভূমি অফিসে অভিযোগ দিলে তারা ঘটনাস্থলে এসে কারখানাটি বন্ধ করে দেয়। এখন চতুর ব্যবসায়ী মোঃ নুর নবী অসহায় পরিবারকে তাদের বসতবাড়ি থেকে উচ্ছেদের জন্য নানাভাবে পাঁয়তারা করছে তাদেরকে বিভিন্নভাবে ভয়-ভীতি এবং প্রাণনাশের হুমকি দিচ্ছে। নিজেদের জীবনের নিরাপত্তা চেয়ে অসহায় পরিবারটি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে সঠিক বিচারের আবেদন জানিয়েছে।