মোহাম্মদ আলী জিন্নাহ (মাদারগঞ্জ)
জামালপুরের মাদারগঞ্জে মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সাবেক স্বামীর বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী নারী।
বুধবার বিকালে মাদারগঞ্জ উপজেলা প্রেসক্লাব কার্যালয়ে এ সংবাদ সম্মেলন করে সাবেক স্ত্রী জান্নাত হাছান। সংবাদ সম্মেলনে উল্লেখ করেন “আমি লক্ষীপুর জেলার রামগঞ্জ উপজেলার কাশিমনগর এলাকার কামরুল হাছানের মেয়ে জান্নাত হাছান। গত ১৯ অক্টোবর/২০১৯ ইং তারিখে একই উপজেলার সাতারপাড়া এলাকার শরিফ বেপারীর সাথে ইসলামী শরিয়াহ মোতাবেক বিবাহ সম্পন্ন হয়। শুরু থেকেই সংসার জীবনে চলে পারিবারিক কলহ। মাঝে মধ্যেই স্বামী-স্ত্রী’র সাথে ঝগড়া বিবাদ লেগেই থাকতো। সংসারে অশান্তি’র ফলে প্রায় বছর খানেক আগে মাদারগঞ্জ উপজেলার গাবের গ্রাম এলাকার সবুজ রিয়াদ (২৩) এর সাথে ফেসবুকে পরিচয় এবং প্রেমের সম্পর্ক গড়ে উঠে। স্বামী শরিফ বেপারী কে গত ১৫/১২/২০২২ ইং তারিখে কোর্টের মাধ্যমে গোপনে তালাক দেয়।
মাদারগঞ্জের সবুজ রিয়াদ এর সাথে গত ২১ মার্চ ২০২৩ তারিখে জামালপুর কোর্টে নোটারী পাবলিক কার্যালয়ে গিয়ে ইসলামী শরিয়াহ মোতাবেক বিবাহ সম্পন্ন করে জান্নাত হাছান। বর্তমানে সবুজ রিয়াদ এর নিজবাড়ীতে সংসার করছে জান্নাত হাছান। সাবেক স্বামী শরিফ বেপারীর বাড়ী থেকে আমার ২/৩ টি পোশাক ছাড়া আর কিছুই নিয়ে আসিনি। আমি চলে আসার পর ৪ ভরি সোনা- গহনা ও নগদ ৪ লক্ষ টাকা দেখিয়ে (রামগঞ্জ) অঞ্চল লক্ষীপুর কোর্টে ১/ জান্নাত হাছান (১৯), স্বামী: সবুজ রিয়াদ (২৩), শ্বশুর জাহাঙ্গীর আকন্দ (৫৫) ও শ্বাশুড়ী দেলোয়ারা বেগম (৪৫) কে আসামী করে মিথ্যা মামলা দায়ের করে স্বাবেক স্বামী শরিফ বেপারী। মামলা যেসব বিষয়ে অভিযোগ করেছেন সে বিষয়ে আমার কোন সম্পৃক্ততা নেই।
সুতরাং তার এ মামলা সম্পন্ন মিথ্যা বানোয়াট ও ভিত্তিহীন। মুলত আমাকে ও আমার বর্তমান স্বামীসহ তার পরিবারকে হয়রানি করার জন্য এ মিথ্যা মামলা দায়ের করে। মিথ্যা মামলা দিয়ে আমাকে এবং আমার পরিবার হেয় প্রতিপন্ন করা হয়েছে আমি এর তিব্র প্রতিবাদ জানাই।