রিয়াদ হাসান হৃদয় (স্টাফ রিপোর্টার)
জামালপুর জেলায় দেওয়ানগঞ্জ উপজেলার সানন্দবাড়ী ইসলামিয়া সিনিয়র মাদরাসায় আজ ১০ ই মে ২০২৩ ইং বাংলা পরীক্ষা চলাকালীন সময় সরকারি কর্মকর্তাকে দায়িত্ব পালনে বাধা দেওয়ার দায়ে একজনকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
মাদরাসা সুত্রে জানা যায়, আজকে এস এস সি সমমান ও দাখিল বাংলা ২য় পত্র পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছিল, পরীক্ষা চলাকালীন সময়ে একজনকে পরীক্ষা কেন্দ্রের আশেপাশে সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করতে দেখলে প্রথমে তাকে জিজ্ঞাসাবাদের জন্য কর্তব্যরত নিরাপত্তা কর্মকর্তার মাধ্যমে ডাকা হয়। জিজ্ঞাসাবাদের একপর্যায়ে দায়িত্বরত সরকারি কর্মকর্তাদের সঙ্গে খারাপ আচরন এবং দায়িত্ব পালনে প্রতিবন্ধকতা সৃষ্টি করলে তাকে মাদরাসা অফিস কক্ষে আটক করে রাখা হয়। জানা যায়, আটককৃতের নাম মোঃ রুবেল (২১), পিতা, মোঃ আজাদ সরকার, গ্রাম: বাঘারচর সরকার পাড়া।
পরবর্তীতে সহকারী কমিশনার (ভূমি) জনাব, মো: মাহবুব হাসান কে বিষয়টি অবহিত করলে তিনি ঘটনাস্থলে আসেন।পরে মোবাইল কোর্টের মাধ্যমে সরকারি কর্মকর্তার কাজে বাধা প্রদান করায় ১৮৬০ এর ৩৫৩ ধারায় ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ২ বছর সশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। এসময় আটককৃতের জরিমানা আদায় করতঃ এমন ঘটনার পুনরাবৃত্তি না করার শর্তে একটি মুচলেকা লিখে নেওয়া হয়।
এই বিষয়ে দেওয়ানগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ মাহবুব হাসান বলেন, সরকারি কর্মকর্তাদের দায়িত্ব পালনে প্রতিবন্ধকতা সৃষ্টির জন্য আটককৃত মোঃ রুবেল (২১) কে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে, এবং ভবিষ্যতে এ ধরনের কাজ থেকে বিরত থাকার শর্তে তার থেকে একটি মুচলেকা লিখে নিয়ে তাকে ছেড়ে দেওয়া হয়েছে