রাহিন হোসেন রায়হান (বকশিগঞ্জ)
জামালপুরের বকশীগঞ্জে পৌর এলাকায় নামাপাড়ার গ্রামে রাস্তার বেহাল দশা জনদুর্ভোগে এলাকাবাসী। এ যেন দেখার কেউ নেই। উপজেলা পরিষদের দক্ষিণ পাস ঘেঁষে প্রধান সড়ক থেকে নামাপাড়া এলাকায় যাওয়ার একটি গুরুত্বপূর্ণ সড়ক এটি।
এই সড়ক দিয়ে প্রতিনিয়ত এলাকাবাসী, স্কুল মাদ্রাসার শিক্ষার্থীরা যাতায়াত করে।
সরেজমিনে দেখা যায়, রাস্তার বেহাল দশা। দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় রাস্তাটি চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। ব্যাটারি চালিত অটো রিকশা, ভ্যান গাড়ি ও মোটরসাইকেল আরোহীদের দুর্ভোগ পোহাতে হচ্ছে। সামান্য বৃষ্টিতে রাস্তাটি দিয়ে চলাচল কষ্টসাধ্য।
এলাকাবাসীর সাথে কথা বললে তারা জানায়, এলাকার কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী সহ এলাকাবাসীরা এ পথে যাতায়াত করে থাকে। বিগত ২০১৯ সালের বন্যায় সড়কটি ক্ষতিগ্রস্ত হয়, পরে মাটি ভরাট করে সড়কটি মেরামত করা হয় তারপর রাস্তার আর কোন উন্নয়ন হয়নি। প্রতিবছর বর্ষায় পানি ও কাদায় সড়কটি একাকার হয়ে যায় ফলে চলাচলের অযোগ্য হয়ে পড়ে।
মাঝেমধ্যেই এ রাস্তায় ভ্যানগাড়ি, অটোরিকশা, মোটরসাইকেল সহ বিভিন্ন যানবাহন দুর্ঘটনার কবলে পড়ে। এই বিষয়ে উক্ত এলাকার ৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুজনের সঙ্গে কথা বললে তিনি জানান “খুব শীঘ্রই তারা এ বিষয়ে পদক্ষেপ নিয়েছেন, সপ্তাহখানেক এর মধ্যেই এই সমস্যার সমাধান হবে “