এনামুল হাসান শাহিন (কিশোরগঞ্জ)
কিশোরগঞ্জের হোসেনপুরে পাকা কাঁঠাল পাড়তে গিয়ে বৈদ্যুতিক শকে আনসারুল মিয়া (৩০) নামে এক যুবকের আকস্মিক মৃত্যু ঘটে।
গত মঙ্গলবার ৯ই মে বিকেলে হোসেনপুর উপজেলার জিনারী ইউনিয়নের চরকাটিহারী গ্রামে মর্মান্তিক ঘটনাটি ঘটে। বৈদ্যুতিক শকে মৃত আনসারুল মিয়া চরকাটিহারী গ্র্রামে আব্দুর রহমানের ছেলে।
জানা গেছে, মঙ্গলবার বিকেলে আনসারুল বাড়ির পাশের একটি গাছে পাকা কাঁঠাল পাড়তে উঠলে গাছের সাথে জড়িয়ে থাকা বৈদ্যুতিক তারে পৃষ্ট হয় সে। বৈদ্যুতিক সংযোগে আটকে দগ্ধ হতে থাকে তার দেহ। উক্ত ঘটনায় আশে পাশের লোকজন এ ঘটনা দেখে বিদ্যুত অফিসে ফোন করে বিদ্যুত সংযোগ বন্ধ করার পর তার মৃতদেহ উদ্ধার করা হয়।
উক্ত ঘটনায় স্থানীয়রা জানায়, বিদ্যুত সংযোগ তারে জড়িয়ে তার দেহে অগ্নিদগ্ধ হয় । কাঁঠাল গাছের উপরেই তার দেহ দগ্ধ হতে থাকে এবং সেখানেই তার মৃত্য ঘটে।
আজ বুধবার (১০ই মে) সকাল ১১টায় জানাজা ও দাফন সম্পন্ন হয়।