নূরুল ইসলাম (নওগাঁ জেলা প্রতিনিধি)
কন্দাল ফসল উন্নয়ন প্রকল্পের আওতায় নওগাঁর মান্দা উপজেলা পরিষদ চত্বরে তিনদিন ব্যাপি কৃষি মেলার উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (১১ এপ্রিল) বেলা ১১টার দিকে অনলাইনে যুক্ত হয়ে এ মেলার উদ্বোধন করেন সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী মুহা. ইমাজ উদ্দিন প্রামাণিক এমপি।
উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে অনুষ্ঠিত এ মেলায় বিশেষ অতিথি ছিলেন খামারবাড়ি ঢাকার শস্য উইং এর (দানা ও তৈলবীজ জাতীয় ফসল) অতিরিক্ত পরিচালক রবিউক হক মজুমদার।
উপজেলা নির্বাহী কর্মকর্তা লায়লা আঞ্জুমান বানুর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান এমদাদুল হক মোল্লা, উপজেলা আওয়ামী লীগের সভাপতি নাজিম উদ্দিন মন্ডল, নওগাঁ জেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক এস এম ব্রহানী সুলতান মামুদ গামা, উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক শরিফুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা শায়লা শারমিন, বিআরডিবি কর্মকর্তা আফজাল হোসেন প্রমুখ।
তিনদিন ব্যাপি এ মেলায় অংশ নিয়েছে ১২টি ষ্টল ।