মোহাম্মদ আলী জিন্নাহ (মাদারগঞ্জ)
জামালপুরের মাদারগঞ্জে বন্যায় ক্ষয়ক্ষতি রোধে জনসচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকালে লাইফ স্টাইল, হেলথ এডুকেশন এন্ড প্রোমোশন স্বাস্থ্য শিক্ষা ব্যুরো,স্বাস্থ্য অধিদপ্তরের আয়োজনে ও বর্ণামালা কমিউনিকেশনের সহযোগিতায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ সাইফুল ইসলাম জয়। এমটিইপিআই মাহাবুবুল হক এর সঞ্চালনায় কর্মশালা শুভ উদ্বোধন করেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান সমসাদ আরা রেবা। এ সময় অন্যান্যের মধ্যে শিক্ষা কর্মকর্তা নুরল আমিন,কাউন্সিলর পুলক পারভেজ, ইমাম মাহফুজুল হক মমিন সহ অনেকে বক্তব্য রাখেন ।
কর্মশালার সার্বিক তত্বাবধানে ছিলেন বর্ণমালা কমিউনিকেশনের প্রশিক্ষণ কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন। এসময় শিক্ষক,এনজিও কর্মী,স্বাস্থ্যকর্মী,ইমাম জনপ্রতিনিধি ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। কর্মশালায় বন্যা,ভূমিধ্বস ও বজ্রপাতের সময় করনীয় প্রতিকার সম্পর্কের পাশাপাশি বন্যার পরবর্তী মা ও শিশুর স্বাস্থ্য সচেতনতার বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা তুলে ধরেন বক্তারা।