মোঃ হাফিজুর রহমান (নিজস্ব প্রতিবেদক)
জামালপুর জেলার মেলান্দহে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ জিন্নাহ'র সাথে অশালীন আচরণের অভিযোগে উপজেলার ৬নং আদ্রা ইউনিয়ন আওয়ামীলীগের সদস্য ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম খোকা কে কারন দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।
১১ মে বৃহস্পতিবার মেলান্দহ উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোহাম্মদ আলী জিন্নাহ ও সাধারণ সম্পাদক মোঃ জিন্নাহ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।
কারণ দর্শানো নোটিশ সূত্রে জানা যায়, বুধবার (১০মে) দুপুরে মেলান্দহ উপজেলা পরিষদের চেয়ারম্যানের কার্যালয়ে আদ্রা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক ও অভিযুক্ত আদ্রা ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য ও চেয়ারম্যান রফিকুল ইসলাম খোকার মধ্যকার বিরোধ নিষ্পত্তি কল্পে অনুষ্ঠিত বৈঠকে, মেলান্দহ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ জিন্নাহ'র সাথে বাকবিতন্ডায় জড়ান এবং উচ্চ স্বরে অশালীন বাক্য প্রয়োগ করেন।
যাহা দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও শিষ্টাচার বহির্ভূত। এমন কার্যকলাপ করায় দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে দলীয় গঠনতন্ত্রের ৪৭ এর ৯ ধারা মোতাবেক কেনো তাকে সদস্য পদ হতে অব্যাহতি প্রদান করা হবে না। তার লিখিত জবাব আগামী ৭ (সাত) দিনের মধ্যে নিম্ন স্বাক্ষরকারীর কার্যালয়ে দাখিল করার জন্য অনুরোধ করা হয় এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তাকে দলীয় কোন কর্মকান্ডে অংশগ্রহন করতে পারবেন না বলে জানানো হয়।