মোহাম্মদ আলী জিন্নাহ (মাদারগঞ্জ)
জামালপুরের মাদারগঞ্জের ৪ নং বালিজুড়ী ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের ত্রি- বার্ষিক সম্মেলন অনু্ষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিকালে উপজেলা নুরুন্নাহার মির্জা কাশেম অডিটোরিয়াম হলরুমে ত্রি- বার্ষিক সম্মেলন অনু্ষ্ঠিত হয়।এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন মাদারগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি জীবন কৃষ্ণ সাহা।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন মাদারগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ওবায়দুর রহমান বেলাল, জেলা আওয়ামীলীগের সাবেক সদস্য মির্জা গোলাম কিবরিয়া কবির, উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি অরুন কুমার সাহা, ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক অধ্যক্ষ ছামিউল আলীম, সদস্য ও চেয়ারম্যান মির্জা ফকরুল ইসলাম, জেলা আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের সভাপতি সৈয়দ তানভীর আহম্মেদ ও সাধারণ সম্পাদক নাজমুল আহসান জনি, উপজেলা আওয়ামীলীগের সদস্য ও স্বেচ্ছাসেবকলীগের সমন্বকারী মিজানুর রহমান বিএসসি, ৪ নং বালিজুড়ী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি খলিল মাষ্টার ও সাধারণ সম্পাদক ইত্রাজুল মহির।
সম্মেলন উদ্বোধক উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সমীর কুমার পাল পাচু। প্রধান বক্তা উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক এ,কে,এম হযরত আলী হিলারী।সভাপতিত্ব করেন ৪ নং বালিজুড়ী ইউনিয়ন আওয়ীমী স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক কাউন্সিলর হানিফ উদ্দিন ও সঞ্চালনায় যুগ্ম আহবায়ক টিপু কামরুল হাসান।
পরে দ্বিতীয় অধিবেশনে আগামী ৩ বছরের জন্য খোরশেদ আলম কে সভাপতি ও মাজহারুল ইসলাম কে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়। এ সময় জেলা,উপজেলা,শহর,ইউনিয়ন এবং ওয়ার্ডের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।