মোহাম্মদ আলী জিন্নাহ (মাদারগঞ্জ)
জামালপুরের মাদারগঞ্জে গরুচোর নিহত, দুই গরুসহ ট্রাক জব্দ করেছে পুলিশ। গত ( শনিবার) রাত আনুমানিক ৩ ঘটিকার সময় মহিষবাথান এলাকা থেকে গরুচোরের চক্রটি ২ টি গরু চুরি করে নিয়ে যাওয়ার সময় জনতার ধাওয়া খেয়ে একজন আটক হয় অপরজনকে গরুত্বর আহত অবস্থায় রাস্তার পাশ থেকে উদ্বার করে পুলিশ ।
জামালপুর সরকারি হাসপাতালে নেওয়ার পর গুরুত্বর আহত অজ্ঞাত একজন কে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করেন। রাজশাহীর তানোর উপজেলার নবনবো গ্রামের মুকুল (৩১), আহত ট্রাক চালক জামালপুর সরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এ ঘটনায় একজন পলাতক রয়েছে। এ ব্যাপারে গরু দুটির মালিক শ্যামল জানান আমাদের গরু চোরে গেছে ডাক চিৎকার করেছি। পরে জানতে পারি মহিষবাথান মধ্যপাড়া এলাকার রাস্তার উপর জনতার হাতে ধোলাইয়ের পর আটক আছে অপরজন গুরুত্বর আহত অবস্থায় রাস্তার পাশে পড়ে আছে।
এব্যপারে মাদারগঞ্জ মডেল থানার অফিসার ইন-চার্জ মুহাম্মদ মাহবুবুল হক জানান খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্বার করে জামালপুর হাসপাতালে নেওয়ার পথে অজ্ঞাত চোর একজন মারা যায়, অপরজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে এবং মারা যাওয়া অজ্ঞাত চোরকে মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে মামলার প্রস্তূতি চলছে।