মাহমুদুল হাসান মুক্তা (জামালপুর)
জামালপুরে পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বিকেলে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টের কনফারেন্স সভাকক্ষে এ কনফারেন্স অনুষ্ঠিত হয়।
জামালপুর চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কোর্ট এ অনুষ্ঠানের আয়োজন করে।
চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ মাসুদ পারভেজের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জামালপুর সিনিয়র জেলা ও দায়রা জজ মোঃ এহ্সানুল হক।
সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সাবিনা ইয়াসমিনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন র্যাব কমান্ডার আশিকুজ্জামান, সিভিল সার্জন ডাঃ প্রণয় কান্তি দাস, জামালপুর সদর হাসপাতালের সহকারী পরিচালক ডাঃ মাহফুজুর রহমান, আবাসিক অফিসার (ভারপ্রাপ্ত) ডাঃ শামীম ইফতেখার প্রমুখ।
আলোচনায় আদালতে চলমান বিভিন্ন মামলার বর্তমান অবস্থা তুলে ধরেন সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তানভীর আহমেদ। এসময় বিজ্ঞ আদালতে চলমান মামলাগুলো দ্রুত নিষ্পত্তির জন্য বিভিন্ন দিক নির্দেশনা বক্তব্য প্রদান করা হয়।