মাইদুল ইসলাম (গাইবান্ধা জেলা প্রতিনিধি)
আজ বিশ্ব মা দিবসে গাইবান্ধা জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদফতরের উদ্যোগে গাইবান্ধায় আলোচনা সভা ও স্বপ্নজয়ী মায়ের গল্প শোনা'র অনুষ্ঠানের আয়োজন করা হয়।
জেলা শিল্পকলা একাডেমি হলরুমে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের হুইপ মাহাবুব আরা বেগম গিনি এমপি।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সুশান্ত কুমার মাহাতোর সভাপতিত্বে রক্তব্য রাখেন জেলা মহিলা বিষয়ক অধিদফতরের উপ-পরিচালক নার্গিস আক্তার, জেলা শিক্ষা কর্মকর্তা রোকসানা বেগম, পিটিআই সুপারিনটেনডেন্ট সাদিয়া আফ্রিন বিজলী, জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান মাহমুদা বেগম পারুল, এনজিও প্রতিনিধি উম্মে কুলছুম ইলা প্রমুখ।
আলোচনা শেষে প্রধান অতিথি হুইপ মাহাবুব আরা বেগম গিনি এমপি স্বপ্নজয়ী ২ জন মা'কে গোবিন্দগঞ্জের হাসনা বেগম ও সদর উপজেলার শাহিদা বেগমের হাতে ক্রেস্ট, সম্মাননাপত্র ও নগদ অর্থ তুলে দেন।