নুরুল ইসলাম (নওগাঁ প্রতিনিধি)
নওগাঁর বদলগাছীতে শিক্ষার্থীদের পথরোধ করে চাঁদাবাজী করার অভিযোগে নাঈম হোসেন (২১) নামে কিশোর গ্যাং এর এক লিডারকে আটক করেছে র্যাব।
সোমবার পূর্বরাত পৌনে ২ টার দিকে উপজেলার গোবরচাঁপা এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটককৃত নাঈম উপজেলার সন্নাসতলা (দূর্গাপুর) এলাকার সোহেল এর ছেলে।
সত্যতা নিশ্চিত করে র্যাব জানায়, আটককৃত নাঈম তার সহযোগী নয়নসহ আরো ৪-৫ জনকে নিয়ে ঐ এলাকায় অনেক দিন ধরে স্কুলগামী ছাত্র-ছাত্রীদের রাস্তায় আটকিয়ে মোবাইল, টাকা-পয়সা কেড়ে নিয়ে নানা ভাবে হয়রানী করে আসছিল।
গত ৮মে এসএসসি পরীক্ষা দিতে আসা দু’জন পরীক্ষার্থীর টাকা-পয়সা, মোবাইল কেড়ে নেয়া ও মোটর সাইকেলের চাবি নিয়ে চাঁদা দাবী করার জের ধরে এলাকায় উত্তেজনা তৈরি হয়। পরবর্তীতে ১০ মে আবারো তাদের আটকিয়ে টাকা ও মোবাইল কেড়ে নিলে পরীক্ষার্থীদের অভিভাবকরা থানায় মামলা দায়ের করেন। পরে গোপন তথ্যের ভিত্তিতে গোপরচাপা এলাকায় অভিযান চালিয়ে এজাহারভুক্ত কিশোর গ্যাং এত লিডার নাঈমকে আটক করা হয়।
শনিবার দুপুরে আটককৃত নাঈম কে বিজ্ঞ আদালতের মাধ্যমে নওগাঁ জেল হাজতে প্রেরণ করেন বদলগাছী থানা পুলিশ।