বেলাল হোসেন শান্ত (নিজস্ব প্রতিবেদক)
জামালপুর সদরের কেন্দুয়া কালীবাড়ী ১২৫ বছরের পুরানো বাজার স্টেশনের সকল কার্যক্রম বন্ধের প্রতিবাদ এবং আন্তঃনগর ট্রেন বিরতির দাবিতে ঢাকা থেকে ছেড়ে আসা জামালপুর এক্সপ্রেস ট্রেন ঘন্টাব্যাপী অবরোধ করে বিক্ষোভ করেছে সর্বস্তরের এলাকাবাসী।
১৫ মে (সোমবার) দুপুর তিনটা থেকে শুরু করে বিকেল চারটা পর্যন্ত রেলপথ অবরোধ করে বিক্ষোভ করেন এলাকাবাসী। এদিকে ট্রেনের পরিচালক আরিফুর রহমান ও এনামুল হক বিক্ষোভকারীদের প্রতিশ্রুতি দিলেও তারা অনড় থাকে। পরে জামালপুর সদর আসনের এমপি বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মোজাফফর হোসেন দ্রুত ঘটনাস্থলে পৌছে, উর্ধতন কর্তৃপক্ষের সাথে কথা বলে সকল দাবি পুরণের আশ্বাস দিলে তারা অবরোধ তুলে নেন।
বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন স্থানীয় ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম খান সোহেল,আওয়ামীলীগ নেতা শেখ ফখরুল আলম লিটু,মুক্তিযোদ্ধা সন্তান আরিফুর রহমান সহ আরো অনেকে।