মোহাম্মদ আলী জিন্নাহ (মাদারগঞ্জ)
জামালপুরের মাদারগঞ্জে দুই মামলায় ৩ বিএনপি নেতাকে আটক করেছে মাদারগঞ্জ মডেল থানা পুলিশ।
শুক্রবার ভোররাতে অভিযান চালিয়ে তাদের নিজ নিজ বাড়ী থেকে আটক করে পুলিশ। গত ১২/০২/২০২৩ ইং তারিখে একটি মামলা তদন্তে প্রাপ্ত আসামী যার মামলা নং ১৩ এবং ২৩/০৮/২০২২ ইং তারিখে দায়ের করা একটি মামলার তদন্তে প্রাপ্ত আসামী যার মামলা নং ২০। দুটি মামলায় আটককৃতরা হলেন উপজেলার কয়ড়া দক্ষিণ পাড়া মৃত নওশের আলী’র ছেলে আঃ আওয়াল ও দিঘলকান্দি এলাকার মৃত কাশেম মন্ডলের ছেলে আঃ হাই এবং চর লোটাবর এলাকার আঃ জব্বারের ছেলে ফরহাদ হোসেন টিক্কা।আটককৃতদের বেলা ১১ টায় জামালপুর বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
এ ব্যাপারে মাদারগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মুহাম্মাদ মাহবুবুল হক জানান পূর্বের দুটি মামলা ছিল, ঐ মামলার তদন্তে প্রাপ্ত আসামী তারা। আজ শুক্রবার বেলা ১১ টায় আটককৃতদের জামালপুর কোর্টে পাঠানো হয়েছে।