মোহাম্মদ আলী জিন্নাহ (মাদারগঞ্জ)
জামালপুরের মাদারগঞ্জে এক মানসিক ভারসাম্যহীন অজ্ঞাত কিশোরী(১৮)কে উদ্ধার করেছে উপজেলা প্রশাসনের কয়েকটি টিম।
গত ১৮ মে মধ্যরাত ৩ টার সময় উপজেলার সিধুলী ইউনিয়নের বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম খোকা টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ সংলগ্ন শিমুলতলা মোড়ের উত্তর পাশে মাঠে এক মানসিক ভারসাম্যহীন অজ্ঞাত তরুনী চিৎকার করছিলো। পরে সিধুলী ইউনিয়ন আনসার দলনেতা আমিনুল ইসলামসহ দুজন গিয়ে তাকে উদ্ধার করে।
মেয়েটি নাম ঠিকানা পরিচয় না বলতে পারায় মানবিক কারণে আনসার দলনেতা আমিনুল তার বাড়িতে নিয়ে যান। পরে উপজেলা আনসার প্রশিক্ষক ( টিআই) মারুফ ইকরাম তাৎক্ষনিক জেলা আনসার কমান্ড্যান্ট মোঃ মিজানুর রহমানকে জানান। তৎপরবর্তীতে জেলা কমান্ড্যান্ট বিষয়টির সার্বিক পরিস্থিতি সম্পর্কে জেলা প্রশাসক শ্রাবস্তি রায় ও পুলিশ সুপার নাছির উদ্দিনকে জানালে রাতেই উদ্ধার করা মেয়েটিকে উপজেলা প্রশাসন ও উপজেলা আনসার ভিডিপি অফিসের সহযোগিতায় উপজেলা সমাজসেবা অফিসার, স্বাস্থ্য কমপ্লেক্স, মাদারগঞ্জ মডেল থানা এর ওসি ( তদন্ত) এবং শ্যামগঞ্জ কালিবাড়ি পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত ইনচার্জ এর সহযোগিতায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, মাদারগঞ্জ, জামালপুর এ প্রাথমিক চিকিৎসার জন্য ভর্তি করেন।
বর্তমানে মেয়েটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। মেয়েটির আত্মীয় স্বজনদের সম্পর্কে খোঁজখবর নেওয়া হচ্ছে। এ প্রসঙ্গে জেলা কমান্ড্যান্ট মোঃ মিজানুর রহমান বলেন, দেশের ক্রান্তিকালসহ যেকোনো দুর্যোগ মোকাবিলায় এবং আর্ত মানবতার সেবায় আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী সর্বদা সক্রিয় থেকে নিরবে নিবৃত্তে কাজ করে যাচ্ছে।এরই ধারাবাহিকতায় জামালপুর জেলা আনসার ও ভিডিপি সকল প্রকার অন্যায়, অনাচার, সামজিক বিশৃঙ্খলা রোধ ও আইন শৃঙ্খলা রক্ষায় সর্বদা তৎপর থেকে কাজ করে যাচ্ছে, যার ফলশ্রুতিতে একটি মেয়েকে সবার সম্মিলিত প্রচেষ্টায় উদ্ধার করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করি।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইলিশায় রিছিল জানান বিষয়টি জানতে পেরে কয়েকটি টিম ঘটনাস্থলে গিয়ে মেয়েটিকে উদ্ধার করে মাদারগঞ্জ উপজেলা সাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। আজ শনিবার হাসপাতাল সূত্রে জানতে পারি মেয়েটি কিছুটা কথা বলতে পারে কিন্তু সম্পূর্ণ নাম ঠিকানা বলতে পারেনা, তবে আমরা ঠিকানা জানার চেষ্টা করছি।