মাইনুল ইসলাম (নিজস্ব প্রতিবেদক)
দেশে ঝড়ের তান্ডব সামাজিক যোগাযোগ মাধ্যম ও সরেজমিনে দেখা যায়, জামালপুরের ইসলামপুর উপজেলায় পৌরসভা সহ ১২ টি ইউনিয়নে গত ১৬ মে মঙ্গলবার রাতে প্রবল ঝড়ে ফসলি জমি নষ্ট, বসতবাড়ি ভাংচুর হওয়ার কারণে বিভিন্ন গ্রামে ব্যাপক ক্ষতির মুখে পড়েন সাধারণ মানুষ। এমন ভয়াবহ ক্ষতির মধ্যে অসহায় মানুষের পাশে দাঁড়ালেন তিনি মানবতার ফেরিওয়ালা জননেতা মোঃ শাহিনুজ্জামান (শাহিন)।
জেলার অন্যতম রাজনৈতিক ব্যক্তি ইসলামপুর উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি ডাঃ খোরশেদুজ্জামান মিশ্রি মিয়ার সুযোগ্য ছোট ছেলে যিনি দুঃখী মানুষের নয়নের মনি, বোর্ড অব ট্রাস্টী’র ডাঃ খোরশেদুজ্জামান মিশ্রি মিয়া কল্যাণ ট্রাষ্টের প্রধান জননেতা মোঃ শাহিনুজ্জামান (শাহিন) ঝড়ের পরদিন থেকে ইসলামপুর পৌরসভা সহ ১২ ইউনিয়নে কালবৈশাখী ঝড়ে ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের মাঝে আর্থিক সহায়তা ও খাদ্য সামগ্রী বিতরণ করেছেন।
এলাকা ঘুরে দেখা যায়, উপজেলায় ১১ শতাধিক অসহায় পরিবারের ২৬ লক্ষ নগদ টাকা ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে এবং অব্যাহত রয়েছে। আর্থিক অনুদান পেয়ে উচ্ছসিত ইটভাটা শ্রমিক জিয়াউর বলেন, আমি সরকারী ভাবে কোন সহায়তা পায়নি, জনতার নেতা শাহিন ভাই আমাদের এই বিপদের দিনে সার্বক্ষনিক খোঁজ খবর ও আর্থিক সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে পাশে দাড়িয়েছেন। এজন্য আমি চিরকৃতজ্ঞ। রহিমা বেওয়া বলেন, আমার ঘর বাতাসে উড়াইয়া নিয়ে গেছে, ঘরে খাবারও ছিল না হঠাৎ শাহিন ভাই আমারে ৭দিনের খাবার দিয়ে গেছে। বিভিন্ন সময় লক্ষ করে দেখা যায়, ডাঃ খোরশেদুজ্জামান মিশ্রি মিয়া কল্যান ট্রাষ্ট মানুষের সেবা দিয়ে যাচ্ছে, সমাজের অবহেলিত মানুষদের চিকিৎসা সেবা, ভূমিহীনদের জমি সহ ঘর প্রদান ও মসজিদ মাদ্রাসা উন্নয়নে ব্যাপক সহায়তা করে যাচ্ছে।
এই কল্যান ট্রাষ্টের বিষয়ে বিশেষ সাক্ষাৎকারে শাহিনুজ্জামান (শাহিন) বলেন, আমাদের মূলত উদ্দেশ্য হলো অসহায় মানুষের সেবা করা, যতদিন বেচে থাকবো অসহায় মানুষের সেবা করে সাধারণ মানুষের ভালবাসা নিয়ে বেঁচে থাকতে চাই।