রাহিন হোসেন রায়হান (বকশিগঞ্জ)
জামালপুরে বিজ্ঞ আদালতের রায়ে ডিগ্রী পেয়ে নিজ ভূমি ফিরে পেলেন বকশীগঞ্জের আব্দুল হক। তিনি চরকাউরিয়া সীমার পার এলাকার বাসিন্দা। একই এলাকার মোশারফ হোসেন গোল্লাগং দের নামে ভুলক্রমে ৮০ রেকর্ড হয়ে গেলে ভূমি নিয়ে বিরোধ সৃষ্টি হয় আব্দুল হকের,বিজ্ঞ আদালতে রায়ে এই বিরোধের নিষ্পত্তি ঘটে।
ঘটনার বিবরনে জানা যায় জামালপুরের বকশীগঞ্জের চরকাউরিয়া সীমার পাড় এলাকায় মোঃ আব্দুল হক এর নিজ জমি একই এলাকার মোশারফ হোসেন গোল্লাগং দের নামে ভুলবশত বি,আর,এস রেকর্ড লিপিবদ্ধ হলে, এতে উভয় পক্ষের মধ্যে ভুল বোঝাবুঝির সূত্রপাত হয়।
পরবর্তীতে আবদুল হক জামালপুরের বিজ্ঞ আদালতে মামলা দায়ের করলে দীর্ঘদিন আইনি লড়াইয়ের মাধ্যমে নিজ নামে ডিগ্রী পান তিনি। আইনের সহায়তার মাধ্যমে জমির মালিকানা ফিরে পাওয়ায়, রবিবার সকালে সাংবাদিকদের তিনি এই বিষয়ে বিস্তারিত বলেন, তিনি বিবাদীদের ব্যাপারে কোন খারাপ মন্তব্য না করে, বলেন তাদের সাথে আমার কোন বিরোধ নেই আমি আমার জমি ফিরে পেয়ে অত্যন্ত খুশি।